নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইউএসএর ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার কৃতি সন্তান, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি ও ফোবানা কনভেনশন ২০২৫’-এর কনভেনর কাজী সাখাওয়াত হোসেন আজম।
গত রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী কমিটির মাসিক সভায় ১২ সদস্য বিশিষ্ট নতুন বোর্ড অব ট্রাস্টি গঠন করা হয়। এ সভায় সর্বসম্মতিক্রমে কাজী আজমকে ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়।
কাজী সাখাওয়াত হোসেন আজম এর আগেও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। তিনি চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনকের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় কাজী আজমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।