বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

শিরোনাম

বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

প্রিন্ট করুন

মিশিগান: বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএর কার্যনির্বাহী পরিষদের সভা ও সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ওয়ারেনের একটি রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঈদ-উল-ফিতর, স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে সাংবাদিকদের মাঝে আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা ও মতবিনিময় হয়। মিশিগানে অবস্থানরত সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন এবং মিলনমেলায় রূপ নেয় এই সন্ধ্যা।

বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌসের সঞ্চালনায় ও সভাপতি হেলাল উদ্দিন রানার সভাপতিত্বে
আলোচনা পর্বে প্রেস ক্লাবের বিগত কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও মিডিয়া জগতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ আরও বেগবান করার উপায় নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি পার্থ দেব ও শফিক রহমান, সহ-সাধারণ সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি, কার্যনির্বাহী সদস্য ফয়সাল আহমেদ মুন্না, হারান কান্তি সেন, মাহমুদুল হক লিটু, সঞ্জয় দেব ও ইশতিয়াক আহমেদ রূপু।

বক্তারা বলেন, ‘বাংলা প্রেস ক্লাব শুধু একটি সাংবাদিক সংগঠন নয়, এটি বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’

সবাই মিলে আগামী দিনে প্রেস ক্লাবের কার্যক্রম আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।