কলম্বাস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে জর্জীয় সাম্যবাদী রাজনীতিবিদ প্রয়াত জোসেফ স্তালিনের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, ‘বাইডেন ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষকে মাঠ ছাড়া করতে স্তালিনের কায়দা প্রয়োগ করছেন।’ খবর আরটির।
শনিবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের কলম্বাসে রিপাবলিকান পার্টির দলীয় প্রতিনিধিদের সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। গেল শুক্রবার (৯ জুন) সরকারী গোপন নথির অপব্যবহারে অভিযোগে ট্রাম্পকে অভিযুক্ত করার পর এ প্রথম মুখ খুললেন তিনি।
বলে রাখা ভাল, জোসেফ স্তালিন বা ইওসিফ ভিসসারিওনোভিচ স্তালিন, যিনি জোসেফ স্তালিন নামেই সমধিক পরিচিত, একজন জর্জীয় সাম্যবাদী রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯২৪-১৯৫৩ সাল পর্যন্ত প্রায় ২৯ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন। তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে দীর্ঘতম নেতা
বাইডেনের কর্মকাণ্ডকে প্রতিপক্ষের ওপর রাজনৈতিক আঘাত আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘বাইডেন তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে কারাদণ্ড দিতে চাইছেন। ঠিক যেমনটি স্তালিনপন্থি রাশিয়া বা কমিউনিস্ট চীন করেছিল।’
সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প প্রায় ৮৪ মিনিট কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘আপনি যদি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ পাঁচজন প্রেসিডেন্টের তালিকা করেন ও তাদের ধ্বংসাত্মক কাজের পরিমাণ যোগ করেন, তারপরও বাইডেন আমাদের দেশের যে ক্ষতি করেছেন, তার ধারেকাছেও পৌঁছতে পারবেন না।’
বিভিন্ন আইনি জটিলতা ও মামলা থাকলেও এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই জো বাইডেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে হয়তো ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের যুদ্ধ দেখা যেতে পারে আরো এক বার।
তবে, আইনি জটিলতা থাকলেও ট্রাম্প প্রতিজ্ঞা করেছেন, তিনি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা সত্বেও নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়াবেন না। কয়েক দিন আগেই তিনি সংবাদমাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা বিশ্বায়নের দালালদের তাড়িয়ে দেব, কমিউনিস্টদের তাড়িয়ে দেব ও আমরা সেই সব রুগ্ন রাজনীতিবিদদের ছুঁড়ে ফেলে দেব, যারা আমাদের দেশকে ঘৃণা করে।’