মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

শিরোনাম

বাইডেনের অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি খুবই হতাশাজনক

বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

প্রিন্ট করুন

জেরুজালেম, ইসরাইল: জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, ‘গাজার জনাকীর্ণ রাফা শহরে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের যে হুমকি দিয়েছেন, তা খুবই হতাশাজনক।’

বাইডেনের হুমকির পর ইসরায়েলের এ প্রথম প্রতিক্রিয়ায় গিলাদ এরদান ইসরায়েলের সরকারি সম্প্রচারকেন্দ্র কান রেডিওকে বলেছেন, ‘এটি এমন একজন প্রেসিডেন্টের কাছ থেকে শোনা কঠিন ও হতাশাজনক বক্তব্য, যার কাছে আমরা যুদ্ধের শুরু থেকে কৃতজ্ঞ ছিলাম।’

বলে রাখা ভাল, জো বাইডেন প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, ‘রাফায় হামলা চালানো হলে তিনি ইসরায়েলকে কামানের গোলা ও অন্যান্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন।’ সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বুধবার (৮ মে) বাইডেন বলেছেন, ‘যদি তারা রাফায় অভিযান চালাতে যায়, তাহলে সেখানে ব্যবহারের জন্যে আমি অস্ত্র সরবরাহ করতে যাচ্ছি না।’