রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রথম শুনানি শুরু

শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রথম শুনানি শুরু করেছে রিপাবালিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ। বৃহস্পতিবার (সেপ্টেম্বর) এই শুনানি শুরু হয়ে। খবর রয়টার্সের।

রিপাবলিকানদের দাবি, ২০০৯-২০১৭ সাল পর্যন্ত বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন তার ছেলে হান্টার বাইডেনের ব্যবসায় থেকে বিভিন্নভাবে লাভবান হয়েছিলেন। যদিও জো বাইডেন যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। কয়েক মাস প্রাথমিক তদন্তের পরে রিপাবলিকানরা এখনো বাইডেনের অন্যায়ের প্রমাণ উদঘাটন করতে পারেনি।

রিপাবলিকানদের এই শুনানিতে নতুন কোন তথ্য প্রকাশের আশা নেই।

প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষক কমিটির চেয়ারম্যান জেমস কমার বলেছেন, ‘যেসব ব্যবসায় সহযোগী বাইডেনকে ব্র্যান্ড হিসাবে মনে করে কিনেছিলেন, তাদের জন্য দরজা উন্মুক্ত ছিল।’

প্যানেলের শীর্ষ ডেমোক্র্যাট জেমি রাসকিন বলেছেন, ‘রিপাবলিকানদের কাছে যদি স্মোকগান বা কিংবা পানির পিস্তলও থাকত, তবে তারা আজ তা উপস্থাপন করবে। কিন্তু, তাদের কাছে কিছুই নেই।’