রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

বাইশ বছর পর একসাথে আফজাল-মিমি

শনিবার, এপ্রিল ১৫, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: আফজাল হোসেন ও আফসানা মিমি দেশের নাট্যাঙ্গনের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী। সর্বশেষ বাইশ বছর আগে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ভোকাট্টা’ নামে একটি নাটকে একসাথে অভিনয় করেছিলেন তারা। এরপর দীর্ঘ সময় মিডিয়ায় কাজ করলেও একসাথে আর দেখা যায়নি। এবার সেই খরা কাটছে। আসন্ন ঈদের জন্য নির্মিত একটি টেলিফিল্মে ফের একসঙ্গে অভিনয় করেছেন এ দুই অভিনয়শিল্পী। নাম ‘মহাকালের ঠিক মধ্যিখানে’।

নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন ও পরিচালনা করেছেন আরিফ খান। এরই মধ্যে টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজও শেষ হয়েছে। আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য এটি নির্মিত হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন।

এতে অভিনয়ের ব্যাপারে আফজাল হোসেন বলেন, ‘যতদূর মনে পড়ে, আজ থেকে ২২ বছরেরও বেশি সময় আগে মিমির সাথে একটি নাটকে অভিনয় করেছিলাম। এ টেলিফিল্মের গল্প একেবারেই আলাদা। যেহেতু দীর্ঘ দিন পর আমি আর মিমি অভিনয় করেছি, তাই আমাদের মধ্যে আলাদা রকমের ভাললাগা ছিল। দুইজনের চরিত্রই ভীষণ ইমোশনাল। গল্প এগিয়ে যায় দুই চরিত্রের সন্তান নিয়ে। খুব আবেগপ্রবণ গল্প বলেই আমার কাছে মনে হয়েছে যে, এটি অন্যসব গল্পের মত নয়। যে কারণে এতে অভিনয় করা।’

আফসানা মিমি বলেন, ‘আফজাল ভাইয়ের সাথে অভিনয় করেছি, এতটুকু বলাই আসলে যথেষ্ট। আজ থেকে বাইশ বছরেরও আগে যখন ‘ভোকাট্টা’ নাটকে অভিনয় করেছিলাম, তখন ভয় পেতাম, কেন ভয় পেতাম জানি না। আর এখন আফজাল ভাইকে বুঝে যেহেতু কাজ করেছি, ভাল না করতে পারার একটা ভয় ছিল। তবে, এটা সত্যি, যখন আমাকে আরিফ (নির্মাতা) প্রস্তাব দেয়, তখন দ্বিতীয় কোন কথা বলার সুযোগ ছিল না। এ টেলিফিল্মে কাজ করে যদি অভিজ্ঞতার কথা বলতে হয়, তাহলে বলব রিহার্সেল করতে গিয়ে আমাকে স্ক্রিপ্টটি আফজাল ভাই নিজ হাতে গুছিয়ে দিয়েছিলেন, এটাই অনেক বড় প্রাপ্তি। আর বড় মাপের মানুষ যে সবার আপন হয়, তা এ ইউনিটেও বুঝেছি আফজাল ভাইকে দেখে।’

এ দিকে, ঈদে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’- এ ‘আফজাল হোসেন ও তার নায়িকারা’ প্রচার হবে আটটি পর্বে। এতে আফজাল হোসেনের অভিনয় জীবনের ৩৫ জন নায়িকা অংশ নিয়েছেন।