শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

প্রিন্ট করুন

বাগদাদ, ইরাক: ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর এটি এ ধরনের সর্বশেষ হামলা।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, বাগদাদের দূতাবাস কমপ্লেক্সে আমেরিকান ও জোটবাহিনী লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। তবে, হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

হামলার দায় দায়িত্বও কেউ স্বীকারও করেনি।

প্রসঙ্গত, ইরাক ও প্রতিবেশী সিরিয়ায় জিহাদীদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একইসাথে অপরাধীদের বিচারের আওতায় আনতে ইরাকের প্রতি আহ্বান জানিয়েছে।’

এ দিকে, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানী দূতাবাসে হামলার ব্যাপারে সতর্ক করে বলেছেন, ‘এ হামলা দেশের নিরাপত্তাকে ক্ষুন্ন করে।’

তিনি দায়ীদের বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।