বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বারী রেস্টুরেন্টের যাত্রা শুরু নিউইয়র্কের ব্রঙ্কসে

শনিবার, মার্চ ২৫, ২০২৩

প্রিন্ট করুন

ব্রঙ্কস, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে যাত্রা শুরু করেছে বারী রেস্টুরেন্ট। বুধবার (২২ মার্চ) বিকালে ব্রঙ্কসের ক্যাসেল হিল এভিনিউ এলাকায় এটি উদ্বোধন করা হয়। এটিতে একই ছাদের নিচে চালু হয়েছে রেস্টুরেন্ট, পার্টি হল, সুপার মার্কেট ও হোম কেয়ার সেবা।

বারী হোম কেয়ার ও রেস্টুরেন্টের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল ও চেয়ারপারসন হাসিনা মুনমুন বারী কমিউনিটির নেতাদেরকে নিয়ে রেস্টুরেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাবাজার জামে মসজিদের উপদেষ্টা মোহাম্মদ এন মজুমদার ও সভাপতি আবদুস সবুর।

অনুষ্ঠানে আসেফ বারী টুটুল বারী রেস্টুরেন্টের সফলতা কামনা করে বলেন, ‘একই ছাদের নিচে এখানে রেস্টুরেন্ট, পার্টি হল, সুপার মার্কেট ও হোম কেয়ার সেবা চালু করতে পেরে আল্লার কাছে শুকরিয়া আদায় করছি। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এ ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেছি। এতে করে কমিউনিটির মানুষ উপকৃত হবে।’

হাসিনা মুনমুন বারী বলেন, ‘নিউইয়র্কে আমরা বাংলাদেশীরা একটি পরিবারের মত। আমাদের নতুন এ ব্যবসায়ের সাফল্য কামনায় আপনাদের দোয়া চাই।’