রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

বালু উত্তোলন দ্বন্দ্বে গুলিতে বিদ্ধ বারইয়ারহাট পৌর মেয়র খোকন

শুক্রবার, অক্টোবর ১৪, ২০২২

প্রিন্ট করুন

মিরসরাই, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার মিরসরাই জেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মস্তান নগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে দশটায় মুহুরি সেচ প্রকল্পসংলগ্ন ফেনী নদী এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, রেজাউল করিম খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তিনি পেটে ও শরীরের কয়েকটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেকর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, ‘ফেনীর মুহুরি নদীতে বালু উত্তোলন নিয়ে চেয়ারম্যান রিপনের লোকজনের সাথে বিরোধকে কেন্দ্র করে মেয়র রেজাউল করিম খোকন মীমাংসা করতে গেলে তিনি গুলিবিদ্ধ হন।’

এ নিয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ‘মেয়র রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমি শুনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে ঘটনার বিস্তারিত জানাতে পারব।’