ঢাকা: ঢাকার বিভিন্ন প্রবেশ পথে শনিবার (২৯ জুলাই) বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে। আরো তিনটি মামলা প্রক্রিয়াধীন। মামলাগুলোতে ৫৪৯ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি আরো অনেককে আসামি করা হয়েছে। অগ্নিসংযোগ ভাঙচুর ও বেআইনি জনতাবদ্ধের অভিযোগে এসব মামলা হয়েছে।
এ পর্যন্ত যে সব থানায় মামলা হয়েছে সেগুলোর মধ্যে কদমতলীতে একটি, যাত্রাবাড়ীতে দুইটি, উত্তরা পশ্চিম থানায় দুটি, উত্তরা পূর্ব থানায় তিনটি ও এয়ারপোর্ট সুত্রাপুর, ডেমরা ও বংশাল থানা একটি করে মামলা হয়েছে।
ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপকমিশনার কেএন রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিষয়গুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবেন ডিসির মিডিয়া ফারুক হোসেন।