নিউইয়র্ক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ করেছে দলটির কর্মী-সমর্থকরা।
শনিবার (৩ মে) জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সমাবেশের আয়োজন করে বিএনপির সহযোগী সংগঠন ‘জাতীয়তাবাদী ফোরাম’ যুক্তরাষ্ট্র শাখা। এতে সভাপতিত্ব করেন রাফেল তালুকদার, পরিচালনা করেন সরোয়ার খান বাবু।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, ‘একই আমলে দায়েরকৃত মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা অব্যাহতি পেলেও প্রকৌশলী তুহিনকে কারাগারে পাঠানো হলো- এটি রাজনৈতিক দ্বৈতনীতি।’
তিনি অভিযোগ করেন, ‘২০০৭ সালের সেনাসমর্থিত মইন-ফখরুদ্দিন সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তুহিনকে সাজা দেওয়া হয়। প্রায় ১৭ বছর যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে আত্মসমর্পণ করলেও তাকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।’
গিয়াস আহমেদ আরও বলেন, ‘তুহিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড়বোনের ছেলে- এটাই কি তার একমাত্র অপরাধ? তার বিরুদ্ধে কোনো বাস্তব অপরাধের প্রমাণ নেই।’
সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এমএ সবুর, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন ও মনিরুল ইসলাম মনির।
তুহিনের মুক্তি এবং তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘বাংলাদেশে সরকার বদল হলেও প্রশাসনে শেখ হাসিনার অনুগতরা এখনো সক্রিয়, যার ফলে এইসব অন্যায় হচ্ছে।’