শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা ১১ দফায় অবরোধ চলছে

মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী ১১ দফায় সড়ক-রেল-নৌপথ অবরোধ চলছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে ৩৬ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

গেল ৩১ অক্টোবর থেকে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা এটি ১১ দফায় অবরোধ কর্মসূচি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায়।

উত্তেজনা ও অগ্নিসংযোগের আশঙ্কা সত্ত্বেও ঢাকার সড়কে গণপরিবহন ও যাত্রীদের উপস্থিতি অনেকটাই স্বাভাবিক দেখা গেছে।

এ দিকে, সোমবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকার টিকাটুলি ও মোহাম্মদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের সড়কে টহল দিতে দেখা গেছে ও ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের মোতায়েন করা হয়েছে।

গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার এবং ওষুধ বহনকারী যানবাহন অবরোধের আওতা বহির্ভূত থাকবে।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের দাবিতে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো অবরোধ কর্মসূচি পালন করে আসছে।