শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

বিচ্ছিন্ন হাত জোড়া লাগাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম

বৃহস্পতিবার, জানুয়ারী ২৬, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্প্রতি একজন রোগীর বিচ্ছিন্ন হাত প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে। এ বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে হসপিটালের মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সার্জারিতে নেতৃত্ব প্রদানকারী এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ট্রমা সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ঋভুরাজ চক্রবর্তী ও তার দল; কার্ডিওভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মো. সানাউল হক সরকার; রোগী ও তার স্বজন। সেখানে হাত পুনঃস্থাপন চিকিৎসা পদ্ধতি ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ব্যাপারে ঋভুরাজ চক্রবর্তী বলেন, ‘দুর্ঘটনার শিকার হয়ে ৪২ বছর বয়সী মোকাররম হোসেন আমাদের হাসপাতালে ভর্তি হন। ওই ঘটনায় তার ডান হাত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় রোগী ও তার পরিবারের সম্মতিক্রমে আমরা দ্রুত সার্জারি করে হাত পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিই। সার্জারি করে তার হাতের হাঁড়, রক্তনালী, স্নায়ু ও মাংসপেশী জোড়া লাগানো হয়। এটি অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া ছিল ও এমন সার্জারির জন্য উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনা খুবই প্রয়োজন। ১১ জানুয়ারি দীর্ঘ ১১ ঘন্টার প্রচেষ্টার পর সফলভাবে এ সার্জারি সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। সার্জারি শেষে রোগীকে যথাযথ পর্যবেক্ষণে রাখা হয় ও আট দিন পর ১৯ জানুয়ারি তিনি বাড়ি ফিরে যান।’

চিকিৎসা প্রসঙ্গে মোকাররম হোসেন বলেন, ‘এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, ডাক্তার ঋভুরাজ ও তার দল, ডাক্তার সানাউলসহ এ সার্জারির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাসপাতালের ব্যবস্থাপনা ও সার্বিক সেবা নিয়ে আমি ও আমার পরিবার ভীষণ সন্তুষ্ট। আমি বর্তমানে সুস্থ আছি।’