শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

বিজয় দিবস/চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের পাঁচ কোটি ২১ লাখ টাকার বিশেষ প্রণোদনা

বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) অধীনে নিয়োজিত বার্থ/টার্মিনাল/শিপ হ্যান্ডিলিং অপারেটর শ্রমিক-কর্মচারীদেরকে বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বিশেষ প্রণোদনা দেয়া হয়েছে। অনুষ্ঠান করে প্রণোদনা হিসেবে শ্রমিক-কমর্চারীদের মাঝে নদগ অর্থ তুলে দেন চবকের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল।

বুধবার (১৩ ডিসেম্বর) শ্রমিকদের জনপ্রতি আট হাজার টাকা করে মোট পাঁচ কোটি ২০ লাখ ৯৬ হাজার টাকার প্রণোদনা দেয়া হয়।

অনুষ্ঠানে চবকের সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, বার্থ/টার্মিনাল/শিপ হ্যান্ডিলিং অপারেটর এসোসিয়েশনের নেতৃবৃন্দ, চবকের কর্মকর্তাগণ, বন্দর কমর্চারী পরিষদের নেতৃবৃন্দ ও শ্রমিক/কমর্চারীরা উপস্থিত ছিলেন।

বলে রাখা ভাল, নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০১১ সালের ১৯ জুলাইয়ের স্বারক নম্বর ১৮.০১৬.০২৮.০০.০০.০০১.২০১০-৪২৭ এর ভিত্তিতে চবকের বিভিন্ন বিভাগ থেকে ১৬টি পদ সাময়িকভাবে স্থানান্তরপূর্বক চবকের সদস্যের (এডমিন এন্ড প্ল্যানিং) অধীনে ১৬জন কর্মচারীর সমন্বয়ে এডহক ভিত্তিতে শ্রম শাখা চালু করা হয়। ডক শ্রমিক পরিচালনা বোর্ডের অর্ন্তভুক্ত শ্রমিক-কর্মচারীদের যাবতীয় কল্যাণমূলক কার্যাবলী ও অবসরোত্তর আর্থিক সুবিধাদি যেমন গ্র্যাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ড, মেয়ের বিয়ের আর্থিক সহায়তা ও দুর্ঘটনায় আহত হলে জীবিকা ভাতা ইত্যাদি শ্রম শাখা কর্তৃক শ্রমিক কল্যাণ ফান্ড হতে সম্পন্ন করা হয় এবং চবকের কল্যাণ তহবিল নীতিমালা ২০১৩ অনুযায়ী কল্যাণ ফান্ড পরিচালিত হয়।

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বার্থ/টার্মিনাল/শিপ হ্যান্ডিলিং অপারেটরদের অধীনে নিয়োজিত শ্রমিক/কর্মচারীদের এ পযর্ন্ত শ্রম শাখা হতে এক হাজার ৪৩ জনকে শ্রমিক/কর্মচারীকে মেয়ের বিবাহের আর্থিক সহযোগিতা প্রদান, ১২৫ জন শ্রমিক কর্মচারীকে জীবিকা ভাতা প্রদানসহ এক হাজার ৩৬৯ জন শ্রমিক/কর্মচারীকে গ্র্যাচুয়িটি ও প্রভিডেন্ড ফান্ড হতে অর্থ দেয়া হয়েছে। এ পযর্ন্ত শ্রমিক/কর্মচারীদের প্রণোদনা বা উৎসাহ বোনাস হিসেবে ২০১৫ সালে ছয় হাজার ৫৬১ জনকে সাত হাজার টাকা করে মোট চার কোটি ৫৯ লাখ ২৭ হাজার টাকা, ২০১৯ সালে ছয় হাজার ৫০৯ জনকে সাড়ে আট হাজার টাকা করে মোট পাঁচ কোটি ৫৩ লাখ সাড়ে ২৬ হাজার টাকা, ২০২০ সালে সাত হাজার ২৩৪ জনকে ১১ হাজার টাকা করে মোট সাত কোটি ৯৫ লাখ ৭৪ হাজার টাকা, ২০২১ সালে সাত হাজার ৫৫৭ জনকে দেড় হাজার টাকা করে মোট এক কোটি পাঁচ লাখ ৮৫ হাজার টাকা, ২০২১ সালে ছয় হাজার ৭৫২ জনকে আড়াই হাজার টাকা করে মোট এক কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা, ২০২২ সালে ছয় হাজার ৬৯৮ জনকে নয় হাজার টাকা করে মোট ছয় কোটি দুই লাখ ৮২ হাজার টাকা, ২০২৩ সালে ঈদুল ফিতর উপলক্ষ্যে ছয় হাজার ৬৭১ জনকে পাঁচ হাজার টাকা করে মোট কোটি ৩৩ লাখ ৫৫ হাজার টাকা এবং বুধবার (১৩ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জনপ্রতি আট হাজার টাকা করে মোট পাঁ কোটি ২০ লাখ ৯৬ হাজার টাকা দেয়া হয়।