বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বিজিএমইএ-ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের বৈঠক: বানিজ্য ও পোশাক শিল্প নিয়ে আলোচনা

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ এবং দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের ট্রেড পলিসি অ্যানালিস্ট এমিলি অ্যাশবি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়।

‘বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিএমইএর প্রতিনিধি দলে ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব, বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য ইনামুল হক খান বাবলু, আসিফ আশরাফ ও আনম সাইফুদ্দিন।

বৈঠকে আনোয়ার হোসেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পে যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, তার বিবরণ দেন।

বৈঠকে বিজিএমইএর নেতারাও বাংলাদেশের পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, শ্রম আইন সংস্কার এবং পরিবেশগত টেকসই উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অর্জনগুলো তুলে ধরেন।

তারা পোশাক শিল্প আন্তর্জাতিক মান পূরণের সাথে সাথে যেন দায়িত্বশীলতার সাথে বিকশিত হয়, তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে শিল্পের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষই তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই ও শ্রমবান্ধব করার জন্য অব্যাহত সহযোগিতা এবং একসাথে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও বাড়াতে টিকফার মাধ্যমে ফলপ্রসূ সংলাপের ওপর জোর দেয়া হয়েছে।