চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর আওতাধীন চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আজম মাসুম ও মহানগরীর ছয় নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের যুবদলের নেতা মোহাম্মদ সিরাজকে বিনা গ্রেফতারি পরোয়ানায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পেশাজীবী পরিষদের মানববন্ধন কর্মসূচি শেষে ফেরার পথে আলী আজম মাসুম ও শনিবার (৯ ডিসেম্বর) রাতে মোহাম্মদ সিরাজকে গ্রেফতার করা হয়।
বিনা গ্রেফতারি পরোয়ানায় এ দুইজনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
রোববার (১০ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য পুরো জাতির নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলেছে এবং আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু, বঞ্চিত, ব্যাথাহত ও নিপীড়িত জনগণ সর্বশক্তি দিয়ে ভোটারবিহীন একতরফা নির্বাচন হতে দেবে না।’
‘শেখ হাসিনার কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তি ও পরিত্রাণ পেতে এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার পর্যন্ত অবরোধ চলবে।’
তারা দ্রুত চট্টগ্রামে গ্রেফতারকৃত যুবদলের সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।