বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

শিরোনাম

বিমানবন্দরেরর ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিন্দা ও প্রতিবাদ

বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ জানুয়ারি রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদ উদ্দিনকে মারধর করে রক্তাক্ত করা, তার বাবা গিয়াস উদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মহি উদ্দিন ও গিয়াস উদ্দিনের পুত্রবধূ ইপসা জান্নাতুল নাঈমকে হেনস্তা করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, মানবাধিকার সংগঠন ও কমিউনিটি। এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে এর সাথে জড়িত দুষ্কৃতিদের দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নেতারা।

আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট এমএ সালাম, বাংলাদেশ হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্রের সভাপতি হাকিকুল ইসলাম খোকন, সহ সভাপতি মো. নাসির, ওসমান গণি, এবিএম সালেহ উদ্দীন, বিশ্বজিত সাহা, সুহাস বডুয়া, সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফসহ সহ সংগঠনের ১২টি রিজিওনাল ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ যুক্ত বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃবিতে বলা হয়, ‘বিমানবন্দরে বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স ও আনসার বাহিনী ১০-১২ জন মিলে সাইদকে নির্মমভাবে মারধর করে রক্তাক্ত করায় বিশ্বে বসবাসকারী প্রবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এটা কেন অবস্থাতেই মেনে নেওয়া যায় না। সাইদ উদ্দিন যদি অন্যায় করে থাকেন, তাহলে তাকে আইনের নিজস্ব ধারাবাহিকতা বজায় রেখে কর্তব্য পালন করা উচিত ছিল। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিমানবন্দরে নিরাপত্তাকর্মীর পিটুনিতে রক্তাক্ত সেই প্রবাসী ভিক্টিমকে ম্যাজিস্ট্রেট কর্তৃক ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে- এটা খুবই দুঃখজনক।’

প্রসঙ্গত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাইদ উদ্দিন হেনস্তা করা হয়। বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স ও আনসার বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন। ৮ জানুয়ারি রাত আটটার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানপি-২ এলাকায় এ ঘটনা ঘটে।