ঢাকা: বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী রিসা চৌধুরী। শুক্রবার (২৪ জানুয়ারি) পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সেরেছেন এ অভিনেত্রী। অভিনেত্রীর বরের নাম রিয়াজ হোসেন। পেশায় তিনি ব্যাংকার ও অভিনেতা।
শুক্রবার বিয়ে সম্পন্নের খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
শুক্রবার বেশ কয়েকটি বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করেন রিসা। এ সময় রিসা, তার বর রিয়াজসহ দুই পরিবারের সবাইকে আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দি হতে দেখা যায়।
সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করতেই খুশির জোয়ার বইতে শুরু করে তারকাসহ রিসার ভক্ত-অনুরাগীদের মনে। এ সময় জুটিকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে মন্তব্যঘর ভরিয়ে দেন শুভাকাঙ্ক্ষীরা।
ছবিতে বর-কনে দুইজনকেই একেবারে কালারফুল দেখা গেছে। তবে, দুই পরিবারের সদস্য ছাড়া এ সময় শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন