বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বিয়ে করলেন আলিয়া কাশ্যপ

বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

প্রিন্ট করুন

মুম্বাই, ভারত: বছরের একেবারে শেষে বিয়ের পিঁড়িতে বসলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ। দীর্ঘ দিনের প্রেমিক ব্যবসায়ী শেন গ্রেগকে বিয়ে করেছেন তিনি।

বুধবার (১১ ডিসেম্বর) দুই পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া ও শেন।

বিয়ের শুভ লগ্ন আসার প্রায় এক সপ্তাহ আগে থেকেই শুরু হয় প্রাক বিয়ের অনুষ্ঠান। হলুদ, মেহেন্দি, সঙ্গীতের জমকালো অনুষ্ঠানের পর শুভ্র সাজে বিয়ের আসরে দ্যুতি ছড়ান এ যুগল।

বিয়ের দিন হালকা গোলাপি রঙের লেহেঙ্গায় ধরা দেন আলিয়া। অন্য দিকে, শেন পড়েছিলেন সোনালি রঙের শেরওয়ানি।

বিয়ের পর আবেগী মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আলিয়া। সে ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল।

নির্মাতা অনুরাগ কাশ্যপের মেয়ের বিয়েতে অংশ নিয়েছিলেন বলিউডের এক ঝাঁক তারকা। ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত হয়েছিলেন নব দম্পতিকে দোয়া ও শুভ কামনা জানাতে।

গেল মে মাসেই সুখবর দিয়েছিলেন আলিয়া কাশ্যপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘনিষ্ঠ ছবি দিয়ে জানিয়েছিলেন যে, বিদেশি প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।

বিদেশেই থাকেন আলিয়া কাশ্যপ। তিনি অনুরাগ ও তার প্রথম স্ত্রী আরতি বাজাজের মেয়ে। পেশায় ইউটিউবার। দীর্ঘ দিন ধরেই প্রেমিকের সঙ্গেই থাকেন আলিয়া। গত মে মাসেই শেন গ্রেগয়েরের সঙ্গে আংটি বদলের ছবি শেয়ার করেছিলেন অনুরাগকন্যা।

বৃস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মুম্বাইতে বাগদান পার্টির আয়োজন করেন আলিয়া-শেন। যেখানে খুশি কাপুর, সুহানা খান, ইব্রাহিম খান, পলক তিওয়ারি মত স্টারকিডদের দেখা গেছে।

গেল ২০ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ছবি শেয়ার করেছিলেন আলিয়া। একটিতে তার হাতে হীরার আংটি দেখা যাচ্ছে, অন্যটিতে প্রেমিককে নিবিড় চুম্বন করছেন তিনি। ক্যাপশনে লেখা- ‘অবশেষে সেই দিন! আমার সবেচেয়ে প্রিয় বন্ধু, আমার সঙ্গী, আমার সোলমেট এখন আমার বাগদত্ত। তুমিই আমার ভালবাসা, আসল প্রেম কেমন হয় তা আমায় অনুভব করানোর জন্য ধন্যবাদ। তোমায় হ্যাঁ, বলা আমার জীবনের সবচেয়ে সহজ সিদ্ধান্ত। তোমার সঙ্গে সারাটা জীবন কাটানোর জন্য মুখিয়ে রয়েছি। খুব ভালবাসা তোমায় বাগদত্ত (বিশ্বাসই করতে পারছি না এই নামে তোমায় ডাকছি)।’

মেয়ের জীবনের এ বিশেষ মুহূর্ত নিয়ে অনুরাগ কাশ্যপ ভীষণ খুশি।