যশোর: বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র বাংলাদেশের মূকাভিনয় রীতি নির্মাণ, চর্চা, গবেষণা ও শিল্পটিকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে ও তা বাস্তবায়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী বিভাগ/জেলায় বাঙলা মূকাভিনয় উৎসবের আয়োজন চলেছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ‘মূক ভাষায় বাঙলার সংস্কৃতি’ শিরোনামে খুলনা বিভাগে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে মূকাভিনয়ের এ উৎসব।
উৎসবে সম্মাননা প্রদান ও উদ্বোধনী আলোচনা সভায় যুক্তরাষ্ট্র থেকে স্কাইপিতে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। স্বাগত বক্তব্য দেবেন গবেষণা কেন্দ্রের পরিচালক ও সম্পাদক রিজোয়ান রাজন। অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক নাট্যজন সানোয়ার আলম খান দুলু, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সংস্কৃতজন মাহমুদ হাসান বুলু, যশোর সিটি কলেজের অধ্যাপক ড. সবুজ শামীম আহসান। ধন্যবাদ বক্তব্য দেবেন গবেষণা কেন্দ্রের খুলনা বিভাগের সমন্বয়কারী শিপন চৌধুরী।
উৎসবে মূকাভিনয় করবে কলকাতার মিউট, চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট, যশোরের প্রত্যয় থিয়েটার ও শব্দ থিয়েটার। উৎসবে সহযোগিতা করছে প্রত্যয় থিয়েটার ও পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস প্রবাসী আনন্দমেলার মোহাম্মদ আলী। উৎসবটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।