ঢাকা: প্রচুর পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ থাকার পরও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা কীভাবে দেশ ছাড়লেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘এ ঘটনা ‘অন্যায়কারীদের ছাড় দেয়া হবে না’ ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যকে নিছক লোকদেখানো ও প্রতারণা বলে প্রমাণ করে।’
শনিবার (১ জুন) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এ সভার আয়োজন করে।
সভায় ফখরুল ইসলাম আরো বলেন, ‘আমি একটি গণমাধ্যমে দেখলাম, বেনজীর (সাবেক আইজিপি) ও তার পরিবার ৪ মে দেশ ছেড়ে সিঙ্গাপুরে গেছেন। যাওয়ার পূর্বে তিনি তার সব ব্যাংক হিসাব খালি করে প্রায় ৬০ কোটি টাকা উত্তোলন করেন। টাকার পরিমাণ আরো বেশি কিনা জানি না।’
বিএনপির এ নেতা বলেন, ‘আমার প্রশ্ন, তিনি কীভাবে দেশ ছাড়লেন? সুতরাং তার সম্পদ বাজেয়াপ্ত ও ব্যাংক হিসাব জব্দ করার জন্য আদালতের আদেশ ও তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা দায়েরের পদক্ষেপের তাৎপর্য কী? যখন তাকে বলা হল তাকে কোথাও যেতে দেয়া হবে না, তখন তিনি কীভাবে সরকারের নাকের ডগার উপর দিয়ে সিঙ্গাপুর গেলেন?’
তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতারাও মন্তব্য করেছেন, দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তারা (সরকার) কি মনে করেন, সব মানুষই বোকা? বাংলাদেশের মানুষ অবিবেচক নয়। কারণ, তারা বোঝে এগুলো আপনাদের লোকদেখানো ও প্রতারণা। আপনারা ছলচাতুরির আশ্রয় নিয়ে দেশ শাসন করছেন।’
ফখরুল বলেন, ‘সরকার শুধু বেনজীর ও আজিজ আহমেদকে (সাবেক সেনাপ্রধান) লালন-পালনই করেনি, বরং অসংখ্য দুর্নীতিবাজকে প্রশ্রয় দিয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশকে লুটপাটের নিরাপদ স্বর্গে পরিণত করেছে।’
বিএনপির নেতা বলেন, ‘আমাদের অবশ্যই এদের থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে সর্বত্র ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়া এ দানবকে আমরা পরাজিত করব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব ও সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধার করব।’
ফখরুল বলেন, ‘বিএনপি বহু বিরোধী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ দিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে আসছে।’
সংগ্রামে বিজয় ও সফলতা অর্জন করতে হবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য থেকে বিএনপি কখনো পিছপা হবে না।’
ফখরুল বলেন, ‘আমাদের লক্ষ্য অবিচল থাকবে। সময়ের সাথে সাথে কৌশলগুলো পরিবর্তিত হতে পারে। আমরা আলোচনার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমরা তাদের সকলকে সংগঠিত করার জন্য কঠোর পরিশ্রম করছি। আমরা বিশ্বাস করি, আমরা ব্যর্থ হইনি। আমরা ফের কাজ শুরু করেছি। ইনশাল্লাহ, জয় আমাদের হবে, আমরা সত্য ও ন্যায়ের পথে যুদ্ধ করছি।’
বিএসপিপির সভাপতি এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় সভায় দিলারা চৌধুরী, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বক্তব্য দেন।