বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

বৈশ্বিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান ইউনূসের

বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

প্রিন্ট করুন

বাকু, আজারবাইজান: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা ব্যবস্থা এবং ওষুধ কোম্পানিগুলোকে নতুনভাবে সাজানোর আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) তিনি এ আহ্বান জানান।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯ জলবায়ু সম্মেলনে স্বাস্থ্য সেবা সংক্রান্ত সাইডলাইন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

পূর্বের দিন, ইউনূস কপ২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন।

এছাড়া বুধবার (১৩ নভেম্বর) বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সাথে বৈঠক করেন তিনি।

সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ বন্যা রোধ ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির সর্বোত্তম ব্যবহার করতে পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।’

মুহাম্মদ ইউনূস বলেন, ‘পানি আমাদের প্রধান পরিবেশগত সমস্যা। আমাদের এমনভাবে পানি ব্যবস্থাপনা করতে হবে, যাতে এটি প্রকৃতির জন্য সহায়ক হয়।’