বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

ব্যক্তিগত মনন তৈরি করবে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’

মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম মহানগর: সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে চট্টগ্রাম সিটির খুলশী থানাধীন ঝাউতলা সিএনজি স্টেশন আমবাগান রোডে ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বি বাড়িয়া সেলুনে এর উদ্বোধন করেন নাট্যজন মোস্তফা কামাল যাত্রা। এ সময় সেলুনের স্বত্বাধীকারী মো. আমজাদ হোসেনর হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।

অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম মাওলা জসিম, স্থানীয় অধিবাসী মাসুম বিল্লা, নাট্যকর্মী পারভেজ চৌধুরী ও মোহাম্মদ আলী, ব্যবসায়ী মো. পারভেজ, সঙ্গীতশিল্পী আওয়াল খান শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে এই উদ্যোগের প্রশংসা করে মোস্তফা কামাল যাত্রা বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ এর মত অভিনব চিন্তার জন্য উদ্যোক্তার প্রতি আমি কৃতজ্ঞ জানাই। বর্তমানে বই পড়া হয় না, বই বহন করে না, মানুষ বই পড়তে চায় না। এ উদ্যোগ সফল হলে আমি করি, বইয়ের পাঠক বাড়বে। ব্যক্তিগত মনন তৈরি হবে।’

উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’