শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে শাহবাগে প্যাডেল রিকশাচালকদের বিক্ষোভ

সোমবার, আগস্ট ২৬, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন প্যাডেল রিকশাচালকরা।

সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু হলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা ‘আর কোন অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা সহ্য করা হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য মেনে নেব না’ প্রভূতি স্লোগান দেন।

‘বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্য জোট’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে রিকশাচালকরা বেশ কিছু দাবি তুলে ধরেন।

তাদের দাবির মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে রিকশা মালিকদের জন্য নয়া লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করা। সরকারের রাজস্ব আয় বাড়াতে এবং বৈধ লাইসেন্সপ্রাপ্ত রিকশাচালকদের অধিকার রক্ষায় ডিএনসিসি ও ডিএসসিসির ড্রাইভিং লাইসেন্স দেয়ার দাবি জানান তারা। এছাড়া, অসুস্থ চালকদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা ও উভয় সিটি করপোরেশনে লাইসেন্সপ্রাপ্ত রিকশাচালকদের ব্যবসায়ের ট্রেড লাইসেন্স দেয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

প্যাডেল রিকশাচালকরা ব্যাটারিচালিত রিকশা নিয়ে হতাশা প্রকাশ করে তাদের বিরুদ্ধে ভাড়া কম নেয়া, ট্রাফিক আইন অমান্য এবং যানজট ও দুর্ঘটনার কারণ বলেও অভিযোগ করেন।

তাদের যুক্তি হল প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার আধিপত্য তাদের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলে ও ট্রাফিক সমস্যাকে আরো বাড়িয়ে তোলে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘রিকশা চালকরা তাদের দাবি নিয়ে রাস্তায় জড়ো হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘কিছুক্ষণ পর পুলিশ তাদেরকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’