শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ব্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদের নতুন ভবণ নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত

শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলা বাজার জামে মসজিদের ক্রয়কৃত পাঁচ হাজার স্কয়ারের জায়গায় প্রস্তাবিত নতুন বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ঈদুল আজহার দিন প্রায় পাঁচ মিলিয়ন ডলার প্রাক্কলিত ব্যয়ে বেসমেন্টসহ ছয়তলা বিশিষ্ট ভবণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

রোববার (১ ডিসেম্বর) সকালে ব্রঙ্কসে মসজিদে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মসজিদের সভাপতি আবদুস সবুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় সভায় কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিনের আত্মার মাগফেরাতসহ ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

সভায় মসজিদের বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ ইকবাল হোসেন। বক্তব্য দেন মসজিদের প্রধান উপদেষ্টা মো. ফখরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রব দলা মিয়া, ইফতেখার সিরাজ ও মোহাম্মদ এন মজুমদার, সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির, সহ কোষাধ্যক্ষ সোহেল চৌধুরী, কার্যকরী সদস্য জাফর তালুকদার, সদস্য সোনার বলাই।

সার্বিক সহযোগিতায় ছিলেন কমিটির সহ সভাপতি মোহাম্মদ এ হাসান ও মোহাম্মদ আবু সাঈদ, সহ সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, কার্যকরী সদস্য মোহাম্মদ শাহজাহান, আজিজুল হক, মো. এহসানুল হক সানী, ওয়ালিউর রহমান ও ইসলাম খান, ফান্ডরেজিং কমিটির সদস্য সামাদ মিয়া জাকারিয়া।

সভায় ব্রঙ্কসের ১৩৫১ ওডেল স্ট্রিটের বাংলাবাজার জামে মসজিদের প্রস্তাবিত নতুন বহুতল ভবন নির্মাণ কাজের বিষয়টি তুলে ধরা হয়। এ সময় মসজিদের ক্রয়কৃত খালি জায়গায় নতুন বহুতল ভবন নির্মান কাজ শুরু করার পর পর্যায়ক্রমে পুরো প্রকল্প সম্পন্ন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

আবদুস সবুর ও সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ মসজিদে আর্থিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

মসজিদের জন্য সাহায্য পাঠাবার ঠিকানা হচ্ছে বাংলাবাজার জামে মসজিদ ইনক, ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক এবং মোবাইল ৩৪৭-২৯৩-৫৮৫৮।