শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ব্রঙ্কসে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুস সুন্নাহ নিউইয়র্কের যাত্রা শুরু

রবিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: দারুস সুন্নাহ নিউইয়র্ক নামে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি ব্রঙ্কসের ওয়ালেস এভিনিউর মাদ্রাসা ভবনে দোয়া মাহফিল ও ফান্ডরাইজিং অনুষ্ঠানের আয়োজন করা।

এতে সভাপতিত্ব করেন দারুস সুন্নাহ নিউইয়র্কের প্রেসিডেন্ট হাফিজ কাওছার আহমদ। প্রিন্সিপাল হাফিজ মিনহাজুর রহমান চৌধুরী ও পরিচালক মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক হাফিজ পারভেজ সিদ্দিক।

অনুষ্ঠানে অতিথি ছিলেন মসজিদে বিলালের ইমাম মাওলানা মঈনুল ইসলাম, দারুল হিকমাহ নিউইয়র্কের প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ, সোনাকান্দা দরবার শরীফের মাওলানা শরফুদ্দীন আহমদ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা মো. আব্দুস সাদিক।

উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ নিউইয়র্কের উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, মাওলানা শাহান শাহ ইয়াহইয়া, মাওলানা আব্দুল বাতেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্কের প্রেসিডেন্ট মো. সামাদ মিয়া জাকারিয়া, সাফওয়ান চৌধুরী, সুয়েব আহমদ চৌধুরী, সালেহ আহমদ চৌধুরী, মো. রেহানুজ্জামান, ঝুমন হোসাইন, ওয়ালিউর রহমান, মো. এ বদরুল, মাহমুদ চৌধুরী।

দারুস সুন্নাহ নিউইয়র্কের ক্লাস আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।