বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

শিরোনাম

ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি অনুষ্ঠিত

শনিবার, মার্চ ২২, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটির সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কের বিভিন্ন ব্যরোতে ধারাবাহিকভাবে আয়োজিত ইফতার মাহফিলের অংশ হিসেবে ব্রঙ্কস ব্যরোতে জাঁকজমকভাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৮ মার্চ) ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের গোল্ডেন প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও জামিল আনসারীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান, আব্দুল হাসিম হাসনু, আব্দুস শহীদ, বীরমুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী ও মন্জুর আহমদ, আব্দুর রহিম বাদশা, সিরাজউদ্দীন আহমদ সোহাগ, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, আহবাব চৌধুরী, সাইদুর রহমান লিংকন, নুরুল আলম জিকু, হাসান আলী, মাহবুব আলম, জুনেদ চৌধুরী, শেখ আল মামুন, প্রকৌশলী আব্দুল খালেক, সিপিএ জাকির চৌধুরী, মন্জুর আহমদ চৌধুরী জগলুল।

মাওলানা জামিল আনসারীর কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে আতাউর রহমান সেলিম বলেন, ‘সংগঠনের নির্বাচনে আমরা কথা দিয়ে ছিলাম, আমরা নির্বাচিত হলে সব ব্যুরোতে পর্যায়ক্রমে ইফতার পার্টি ও অন্যান্য অনুষ্ঠান করব। আমরা আজ তার সেই কথা রেখেছি।’
মোহাম্মদ আলী বলেন, ‘ব্রঙ্কসে এশিয়ান ড্রাইভিং স্কুলে সাইদুর রহমান লিংকন জায়গা করে দিয়েছেন। তাই সেখানে আমরা বাংলা স্কুল চালু করতে পেরেছি। একে একে সব ওয়াদা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ।’

ইফতারের পূর্বে মাওলানা জামিল আনসারী দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত করেন।

অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ব্রঙ্কসে বসবাসকারী বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ জামাল হোসেন, শাহ বদরুজ্জামান রুয়েল, সাংবাদিক শেখ শফিকুর রহমান, অধ্যক্ষ সানাউল্লা মিয়া, শ্যামল চন্দ্র চন্দ, লিয়াকত আলী, মোশাহিদ চৌধুরী, আবু তাহের চৌধুরী, শামীম আহমদ।