নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে অবস্থিত বায়তুল আমান ইসলামিক সেন্টারের উদ্যোগে বার্ষিক ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ জানুয়ারি রাতে এ ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিলিস্তিনের মসজিদ আল আকসার ইমাম শায়েখ হাসান আবুনার।
অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি মুসলমানরা অংশ নেন।
বক্তব্য দেন জামিয়াতুল উলুম জ্যমাইকার প্রিন্সিপাল শায়েখ ইয়ামিন হোসাইন, বায়তুল আমান ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ আজির উদ্দিন, জামেয়া বায়তুল আমানের প্রিন্সিপাল ইমাম রফিক আহমেদ রেফাহি।
ফান্ড রেইজিংয়ের ব্যাপারে মোহাম্মদ আজির উদ্দিন বলেন, ‘মসজিদে সহযোগিতা করা এমন একটি পূণ্যময় কাজ, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে।’
‘যত দিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, তত দিন সহযোগিতাকারী এর সওয়াব পেতে থাকবেন। তাই, মুসলিমদের উচিৎ এসব কাজে সাধ্যমত অংশ নেওয়া এবং বিদেশের মাটিতে ইসলামকে ছড়িয়ে দিতে সহায়তা করা।’