সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনের অদ্বৈত মেলা শুরু রোববার

শুক্রবার, ডিসেম্বর ৩০, ২০২২

প্রিন্ট করুন

ব্রাহ্মণবাড়িয়া: কালজয়ী লেখক অদ্বৈত মল্ল বর্মণের জন্ম বার্ষিকী উপলক্ষে ১-৩ জানুয়ারি জেলায় অদ্বৈত মেলা অনুষ্ঠিত হবে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিন দিনের এ মেলায় থাকবে সম্মাননা প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠন এ মেলার আয়োজন করেছে। এ বছর অদ্বৈত সম্মাননা পাচ্ছেন মানিক রতন শর্মা।

তিতাস আবৃত্তি সংগঠন জানায়- রোববার (১ জানুয়ারি) বিকালে মেলার উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া- তিন (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 

পরে সাংস্কৃতিক পর্বে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজউদ্দিন আহমেদ ফরিদ প্রধান অতিথি থাকবেন।

সোমবার (২ জানুয়ারি) ছড়া সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দূস। সাংস্কৃতিক পর্বে যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি থাকবেন। 

শেষের দিনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। সাংস্কৃতিক পর্বে সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ প্রধান অতিথি থাকবেন।

তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন জানান, করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রতি বছরের মত এবারো একজনকে অদ্বৈত সম্মাননা দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক পর্বে দেশের স্বনামধন্য আবৃত্তিশিল্পীদের বাইরেও ভারত থেকে শিল্পীরা অংশ নেবেন। এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমরা অদ্বৈত মল্ল বর্মণকে তুলে ধরতে পারব।