শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ব্রিটেনের প্রধানমন্ত্রীকে চিনতেই পারলেন না বাইডেন!

শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩

প্রিন্ট করুন

আয়ারল্যান্ড: ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে চিনতেই পারলেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দায়সারাভাবে হাত মিলিয়ে এগিয়ে গেলেন অন্যদের সাথে কথা বলতে। সম্প্রতি আয়ারল্যান্ডের একটি অনুষ্ঠানের এ ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। খবর ইন্ডিয়া টুডের।

গুড ফ্রাইডের শান্তি চুক্তির ২৫তম বর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১১ এপ্রিল) আয়ারল্যান্ডে সফরে গিয়েছিলেন জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ প্রথম বার আয়ারল্যান্ডে গিয়েছিলেন তিনি। বিমানবন্দরে বাইডেনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানেই এড়িয়ে যাওয়ার ঘটনাটি ঘটে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাইডেনকে দেখেই হাসিমুখে এগিয়ে গেলেন সুনাক। তবে, সম্ভবত তাকে চিনতে পারেননি বাইডেন। কোন মতে দায়সারা হ্যান্ডশেক সারেন দুই রাষ্ট্রপ্রধান। তার পরেই উপস্থিত এক সামরিক কর্তার সাথে কথা বলতে এগিয়ে যান বাইডেন। বেশ অস্বস্তিতে পড়লেও হাসিমুখে পরিস্থিতি সামাল দেন সুনাক।

এ ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়, জো বাইডেন কেন এমন করলেন? অনেকের মতে, বাইডেন ঋষি সুনাককে চিনতে পারেননি বলেই এমনটি করেছেন। কেউ কেউ বলছেন, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন বাইডেন। তাই, হয়তো ভুলবশত এমনটি ঘটে গেছে।

ঋষি সুনাকের বিষয়ে জো বাইডেনের তালগোল পাকানো ঘটনা অবশ্য এটি প্রথম বার নয়। গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনাক। সে সময় অভিনন্দন জানাতে গিয়ে হাস্যকর এক ঘটনা ঘটিয়ে বসেন বাইডেন। তাড়াহুড়োয় ঋষি সুনাকের নাম ভুল উচ্চারণ করে তিনি বলে বসেন ‘রশিদ সানুক’।