বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ব্রুকলিনে চালু হচ্ছে স্টার ফার্নিচারের শাখা

বুধবার, ফেব্রুয়ারী ৮, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত ব্রুকলিন এবং ওজন পার্ক এলাকায় স্টার ফার্নিচারের নতুন শাখা চালু হতে যাচ্ছে। এটি হবে নিউইয়র্ক সিটিতে স্টার ফার্নিচারের পঞ্চম শাখা। আগামী ১৭ ফেব্রুয়ারি বিকালে লিবার্টি এভিনিউতে এ শাখা উদ্বোধন করা হবে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নিউইয়কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান রকি আলিয়ান। এতে স্টার পরিবারের অংশীদার সাবরিনা খান, আতিক ইকবাল, আইরিন সাদিয়া, এটিএম হেলালুর রহমান, মাহাতাব হোসাইন চৌধুরী ও কামরুল হাসান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন শাখার উদ্বোধন উপলক্ষে থাকবে কয়েকটি বিশেষ অফার। এগুলো হল- সব ফার্নিচার ও ম্যাট্রেসেই ২০ শতাংশ ছাড়, নিউইয়র্কের যে কোন স্থানে ও যে কোন পণ্যের জন্য ফ্রি ডেলিভারি এবং প্রতি ক্রেতার জন্য বিশেষ উপহার

সংবাদ সম্মেলনে রকি আলিয়ান বলেন, ‘আমাদের অর্থ, শ্রম ও উদ্যোমী প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানের বিভিন্ন ব্রাঞ্চ সুনামের সাথে এগিয়ে চলছে। স্বল্প দামে গুণগত মানের ফার্নিচার ও ম্যাট্রেস সবার বাসায় পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। নিউইয়র্কের যে কোন স্থানে স্টার ফার্নিচার বাংলাদেশি ক্রেতাদের সব সময় ফ্রি ডেলিভারি দিয়ে আসছে। ২০১৮ সাল থেকে প্রতিটি শাখায়ই ফাইন্যান্সইংয়ের সুযোগ রাখা হয়েছে। ক্রেতারা চাইলে ফোনেও অর্ডার করার সুযোগ রয়েছে। আমরা ঈদ সেল ও ট্যাক্স রিফান্ডসহ বিভিন্ন দিবসে ‘বিশেষ সেল’ অফার দিয়ে আসছি। ন্যূনতম দামে গুণগত মানের ফার্নিচার ও ম্যাট্রেস পৌঁছে দিচ্ছি আপনাদের বাসায় কিংবা বাড়িতে।’