শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

ভারতীয় বংশোদ্ভূত রিচার্ড ভার্মা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগে শীর্ষ কূটনীতিক মনোনীত

রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী ও কূটনীতিক রিচার্ড ভার্মাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কূটনীতিক পদে মনোনয়ন দেয়া হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক শুক্রবার (২৪ ডিসেম্বর) মনোনয়নের বিষয়টি বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস।

৫৪ বছরের রিচার্ড ভার্মা বর্তমানে পৃথিবীর বৃহত্তম পেমেন্ট নেটওয়ার্ক মাস্টারকার্ডের প্রধান আইন কর্মকর্তা ও ‘গ্লোবাল পাবলিক পলিসি’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালের ১৬ জানুয়ারি থেকে ২০১৭ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ভার্মা।

এবার তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স’ বিষয়ক ডেপুটি সেক্রেটারি অব স্টেট পদে মনোনয়ন দেয়া হলো। চূড়ান্ত নিয়োগের আগে ভার্মার এ মনোনয়ন এখন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন প্রয়োজন। সিনেটে অনুমোদন হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় বংশোদ্ভূত সর্বোচ্চ পদাধিকারী কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারের সময় ভার্মা লেজিসলেটিভ অ্যাফেয়ার্সের সহকারী সেক্রেটারি অফ স্টেট হিসাবে দায়িত্ব পালন করেন। দ্য এশিয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান, স্টেপটো অ্যান্ড জনসন এলএলপির অংশীদার ও সিনিয়র কাউন্সেলর এবং অ্যালব্রাইট স্টোনব্রিজ গ্রুপের সিনিয়র কাউন্সেলর হিসেবে কাজ করেছেন ভার্মা।