শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ

শনিবার, আগস্ট ৩১, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (৩১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। সংবাদ এএনআইয়ের।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশে তার বিরুদ্ধে খুন ও মানবাধিকার লঙ্ঘনের শতাধিক মামলা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি)।

এমন প্রেক্ষাপটে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারটি সামনে এল।

সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু বহু মামলা হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তবে, ব্যাপারটি ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।’

তিনি বলেন, ‘যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে তাকে (শেখ হাসিনাকে) ফেরত চাইতে হবে। যদি এমন দাবি ওঠে, তাহলে সেটা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির তৈরি করবে। সুতরাং, আমি মনে করি, ভারত সরকারও এটা জানে ও আমি নিশ্চিত যে, সেক্ষেত্রে তারা ব্যাপারটি বিবেচনায় রাখবে।’