শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ভারত থেকে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আনার উদ্যোগ সরকারের

রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে ভারত থেকে আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ভারতে বাংলাদেশ দূতবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় রোববার (১০ ডিসেম্বর) চিঠি পাঠিয়েছে। এছাড়া, দেশে যৌক্তিক দামে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে কঠোর মনিটারিং করার জন্য সব জেলার প্রশাসক নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রেক্ষিতে দেশের বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে যায়। তবে, এই নিষেধাজ্ঞা আরোপের পূর্বে সেখান থেকে বাংলাদেশে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। এখন এই পেঁয়াজ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন, ‘ভারত রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের আগেই সেখান থেকে আমদানির জন্য ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজের এলসি খোলা হয়। এই পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমরা নানা ধরনের উদ্যোগ নিয়েছি। কিভাবে বিকল্প দেশ থেকে পেঁয়াজের আমদানি বাড়ানো যায়, সে চেষ্টা চলছে। একইসাথে টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের মানুষের মাঝে পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে। দেশের সবখানে যৌক্তিক দামে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।

দেশের মানুষ কষ্ট পায় এমন কিছু করা ঠিক হবে না উল্লেখ করে তপন কান্তি ঘোষ ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

সরকারের এই জ্যেষ্ঠ সচিব বলেন,‘কেবল সরকার সব ঠিক করে দেবে- এমন ভাবাটা ঠিক নয়। ব্যবসায়ীদের বুঝতে হবে, দেশের জনগনের জন্যই ব্যবসায়।’

তিনি বলেন, ‘ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করল আর দেশে এক দিনের ব্যবধানে পণ্যটির মূল্য আচমকা বেড়ে গেল!’ এটা ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ নয় বলে তিনি মন্তব্য করেন।

রোববার (১০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট দিবসের সেমিনারে তপন কান্তি ঘোষ এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ৮০ টাকা বাড়ে কীভাবে- এমন প্রশ্ন রেখে বলেন, ‘যিনি এক দিন আগে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করলেন, পর দিন কীভাবে সেটার দাম ২০০ টাকা হয়ে গেল? দাম বাড়তে তো সময় লাগার কথা। কিন্তু, এ ক্ষেত্রে ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় কোন নৈতিকতা দেখালেন না।’

তিনি বলেন, ‘নিত্য পণ্যের সংকট তৈরি হলেই অনেক ব্যবসায়ী এর সুযোগ নিয়ে থাকেন। শনিবার (৯ ডিসেম্বর) হঠাৎ করে পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকা বেড়ে গেছে। এটা অবশ্যই দায়িত্বশীল আচরণ নয়।’

এ দিকে, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে গোটা দেশে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।