ঢাকা/নয়াদিল্লী, ভারত: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ভারত সফরে গেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর একটা পাঁচ মিনিটে পিটার হাস ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওয়ানা হন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ইউকে-১৮৪ যোগে পিটার ডি হাস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরে তার স্ত্রীও রয়েছেন।
কূটনৈতিক প্রটোকল অনুযায়ী, কোন রাষ্ট্রদূত কার্যরত দেশের বাইরে গেলে স্বাগতিক দেশকে জানিয়ে যান। তবে পিটার হাস বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছেন কি না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর পূর্বে, গেল ১৬ নভেম্বরের শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে, ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে বাংলাদেশে ফেরেন তিনি।
পিটার হাসের দেশত্যাগ নিয়ে এর আগে বহু বার আলোচনা হয়েছে। নির্বাচন সামনে রেখে তার গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে রাজনৈতিক দলগুলো।