বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ভিন্নমতাবলম্বীদের কণ্ঠকে সম্মান করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মূল চাবিকাঠি

মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩

প্রিন্ট করুন
ক্লেমেন্ট নাইলেতসোসি ভউল

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: জাতিসংঘের ফ্রিডম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড পিসফুল অ্যাসেম্বলি বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ক্লেমেন্ট নাইলেতসোসি ভউল বাংলাদেশের সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৩১ জুলাই) টুইটারে তিনি লিখেছেন, ‘আমি কর্তৃপক্ষকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে, প্রতিবাদ বা সমাবেশের অধিকার নিশ্চিত করা ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকা।’

তিনি বলেন, ‘ভিন্নমতাবলম্বীদের কণ্ঠকে সম্মান করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মূল চাবিকাঠি।’

বলে রাখা ভাল, ‘২০১৮ সালের এপ্রিল মাস থেকে শান্তিপূর্ণ সমাবেশ ও অ্যাসোসিয়েশনের স্বাধীনতার অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লেমেন্ট নাইলেতসোসি ভউল।’