বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

শিরোনাম

মদ্যপানে প্রতি বছর দুই লাখ মার্কিনীর মৃত্যু

বুধবার, জানুয়ারী ৮, ২০২৫

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রে মদ্যপান বা অ্যালকোহল সেবনের কারণে প্রতি বছর হাজার হাজার মার্কিনির মৃত্যু ঘটে বলে জানিয়েছেন দেশটির সার্জন জেনারেল বিবেক মূর্তি।

সম্প্রতি মার্কিন সমাজে অ্যালকোহল সেবনের কারণে মৃত্যুর আতঙ্কজনক পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘অ্যালকোহল যুক্তরাষ্ট্রে মৃত্যুর চতুর্থ প্রধান কারণ। দেশটিতে প্রতি বছর গড়ে ১ লাখ ৭৮ হাজারেরও বেশি মানুষ অ্যালকোহল সেবনের কারণে মারা যায়। এরমধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার পুরুষ ও ৫৯ হাজার জন নারী।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, আমেরিকান ক্যান্সার সোসাইটি ইতোপূর্বে ঘোষণা করেছিল যে, যে কোন পরিমাণে মদ খাওয়ার কারণে ছয় ধরনের ক্যান্সার হতে পারে।

আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট (এনআইএএএ) ঘোষণা করেছে, অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণের কারণে প্রতি বছর ১ লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিগত বছরগুলোতে মৃত্যুসনদ বিশ্লেষণ করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অ্যালকোহল সেবনের কারণে মৃত্যুর হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গবেষণার তথ্য বলছে, ‘বছরে ২০ হাজার মানুষ বিভিন্ন ক্যান্সারে মারা যাচ্ছে। যার মধ্যে সাড়ে ১৩ হাজারের বেশি মৃত্যুর পেছনে রয়েছে অ্যালকোহল বা মদ্যপান।’

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বিবেক মার্থি জানান, অধিকাংশ মার্কিন নাগরিক মদ্যপানের কারণে ক্যান্সারের ঝুঁকির ব্যাপারে সচেতন নন।

বিবেক মার্থি মদ্যপানের পরিমাণ নির্ধারণে বিদ্যমান সীমা পুনর্মূল্যায়ন ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

তিনি বলেন, ‘তামাক ও স্থূলতার পর ক্যান্সারের তৃতীয় প্রধান (প্রতিরোধযোগ্য) কারণ হল মদ্যপান।