শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

শিরোনাম

মন ভাল নেই পরী মণির!

বৃহস্পতিবার, জানুয়ারী ১৬, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশী চলচ্চিত্রের গ্ল্যামারাস অভিনেত্রী পরী মণি। শুক্রবার (১৭ জানুয়ারি) কলকাকাতা মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। এর মাধ্যমে টলিউডে নতুন অধ্যায় শুরু করেছেন এই নায়িকা। তবে মন ভালো না তার। যেতে পারছেন না সিনেমাটির প্রিমিয়ারে। ভিসা জটিলতায় থাকতে হচ্ছে তাকে দেশেই।

এ প্রসঙ্গ পরী বলেন, ‘মনটা খুবই খারাপ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে আমি যাব।’

ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।

দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।