সোমবার, ২০ মে ২০২৪

শিরোনাম

মরার ভয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন ট্রাম্প!

বুধবার, অক্টোবর ৫, ২০২২

প্রিন্ট করুন
ডোনাল্ড ট্রাম্প

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা একটি বই প্রকাশ করেছেন নিউইয়র্ক টাইমসের নারী সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান। বইটিতে প্রায় ২০০টি সাক্ষাৎকার যুক্ত করেছেন তিনি। যার মধ্যে ট্রাম্পের রয়েছে তিনটি সাক্ষাৎকার। খবর বিবিসির।

‘কনফিডেন্স ম্যান’ শিরোনামে লেখা তার এ বইয়ে বেশ কিছু তথ্য ওঠে এসেছে।

এর মধ্যে একটি জায়গায় তিনি লিখেছেন, ২০২০ সালের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হন। এরপর তার শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়। ওই সময় তিনি মৃত্যু নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন।

তাছাড়া এ সাংবাদিক জানিয়েছেন, ট্রাম্প মেক্সিকোর অবৈধ মাদক কারখানাগুলোতে বোমা হামলার কথা বলেছিলেন।

বইটিতে আরো লেখা হয়েছে, ট্রাম্প তার মেয়ে ইভানকা ও মেয়ের স্বামীকে জেরার্ড ক্রুসনারকে হোয়াইট হাউজের দায়িত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তখন তাকে বাধা দিয়েছিলেন অন্য কর্মকর্তারা।

তাছাড়া ট্রাম্প হোয়াইট হাউজে থাকার সময় বিভিন্ন সরকারি নথি টয়লেটে ফেলে দিতেন বলেও উল্লেখ করেছেন নিউইয়র্কের সাংবাদিক। কিন্তু এসব নথি তার সংরক্ষণ করার কথা ছিল।