ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে ২০২২ সালে মাদকের অতিরিক্ত মাত্রায় এক লাখের বেশী লোকের মৃত্যু হয়েছে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে বুধবার (১৮ মে) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিডিসির প্রতিবেদনে বলা হয়, ‘২০২২ সালটি ড্রাগ ওভারডোজের রেকর্ডে সবচেয়ে মারাত্মক ছিল, এতে আনুমানিক এক লাখ নয় হাজার ৬৮০ জনের মৃত্যু হয়েছে।’
করোনা ভাইরাস মহামারী চলাকালীন যুক্তরাষ্ট্রে ওভারডোজ মৃত্যুর সংখ্যা বেড়েছে।
মৃত্যুর সংখ্যা ২০১৯ সালে ৭১ হাজার থেকে বেড়ে ২০২০ সালে ৯০ হাজারের উপরে এবং ২০২১ সালে প্রথম বারের মতো এক লাখ ছাড়িয়েছে।