বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী

সোমবার, ফেব্রুয়ারী ১৭, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা: ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরার ঢাকা স্পেশালাইড হাসপাতালে রোববার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় সানী মারা গেছেন বলে নির্মাতা রাফাত মজুমদার রিংকু জানিয়েছেন।

৩০ বছর বয়সী সানী ঢাকায় উত্তরায় থাকতেন; তার বাড়ি লক্ষ্মীপুরে।

রাফাত মজুমদার রিংকু গ্লিটজকে বলেন, ‘সানী উত্তরাতেই ছিল, রাতে বুকে ব্যথা হচ্ছিল, গ্যাস্ট্রিকের ব্যাথা ভেবে প্রথমে এত গুরুত্ব দেয়নি। ব্যথা যখন কোনোভাবেই কমছিল না তার ছোট ভাই জোর করেই হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইমার্জেন্সিতে ভর্তি করার পর হার্ট অ্যাটাক করে এবং সাথে সাথেই অবস্থা খারাপ হয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে মারা যায়।’

সানীর মরদেহ সকালে লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিচালক রিংকু।

এই তরুণ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন তারকারা।

অভিনেতা রওনক হাসান বলেন, ‘একেবারেই অগ্রহণযোগ্য! এমন তরুণ প্রাণ! সানীর এই প্রস্থান মানা যায় না।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেন। অর্জন করেন নির্মাতাদের আস্থা। গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় শাহবাজ সানীকে।