লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র: পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সহপ্রতিষ্ঠাতা ডেনিস অস্টিন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাস ভবনে গেল ১ সেপ্টেম্বর ৭৬ বয়সে তার মৃত্যু হয়। খবর ওয়াশিংটন পোস্টের।
ডেনিস অস্টিনের ছেলে মাইকেল অস্টিন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, তার বাবা ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন, যা পরবর্তী মস্তিস্কেও ছড়িয়ে পড়ে।
ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার পর ‘ফোরথট’ নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে ডেভেলপার হিসেবে যোগ দেন অস্টিন, কাজ করেন পাওয়ার পয়েন্ট প্রতিষ্ঠায়। প্রতিষ্ঠানটি ১৯৮৭ সালে পাওয়ার পয়েন্ট উন্মুক্ত করে। পরে সেটি কিনে নেয় মাইক্রোসফট। পাওয়ার পয়েন্টের প্রাথমিক ডেভেলপার হিসেবে ১৯৮৫-১৯৯৬ সাল পর্যন্ত কাজ করেন অস্টিন।
মাত্র ১৪ মিলিয়ন ডলারে কিনে নিলেও, ১৯৯৩ সালের মধ্যে পাওয়ার পয়েন্ট থেকে ১০০ মিলিয়ন ডলার আয় করে মাইক্রোসফট। সংস্থাটি তাদের অন্যান্য অফিস পোগ্রামের সাথে এটিকে যুক্ত করে।