ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: মারা গেছেন মার্কিন অভিনেতা, নির্মাতা কার্ল ওয়েদার্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। নিজ বাড়িতেই ঘুমের মধ্যে মারা যান ‘রকি’ খ্যাত এ অভিনেতা। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ম্যানেজার ম্যাট লুবার।
বিবৃতিতে বলা হয়েছে ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে, কার্ল ওয়েদার্স মারা গেছেন। তিনি আলাদা ধরনের মানুষ ছিলেন তিনি অসাধারণ জীবন কাটিয়েছেন। চলচ্চিত্র, টেলিভিশন, শিল্প ও খেলায় তার অবদানের মাধ্যমে পুরো পৃথিবী তাকে চেনে। তিনি একজন স্নেহশীল ভাই, বাবা, দাদা, সাথী ও বন্ধু ছিলেন।’
কার্ল ওয়েদারস, যিনি সিলভেস্টার স্ট্যালোনের বিপরীতে প্রথম চারটি ‘রকি’ চলচ্চিত্রে অ্যাপোলো ক্রিডের চরিত্রে অভিনয় করেছিলেন। সত্তরের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত অনেকগুলো অ্যাকশন ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।
সম্প্রতি স্টার ওয়ার্স সিরিজে গ্রিফ কারগা চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। ‘দ্য ম্যানডালোরিয়ান’ এর জন্য এমি-তে মনোনয়নও পেয়েছেন অভিনেতা।
গুণী এ শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন ভক্তরা।
তার উল্লেখযোগ্য টিভি সিরিজের মধ্যে রয়েছে ‘স্ট্রিট জাস্টিস’, ‘কলোনি’, ‘দ্য শিল্ড’, ‘শিকাগো জাস্টিস’ ‘ব্রাদার্স’। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বাকটাউন’, ‘ফ্রাইডে ফস্টার’, ‘গুড টাইমস’, ‘কুং ফু’।