রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

মারা গেছেন হলিউডের অস্কারজয়ী চিত্রনাট্যকার রবার্ট টাউন

বুধবার, জুলাই ৩, ২০২৪

প্রিন্ট করুন
রবার্ট টাউন

লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র: হলিউডের অস্কারজয়ী বিখ্যাত চিত্রনাট্যকার রবার্ট টাউন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। সোমবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে তিনি মারা যান। প্রচারক ক্যারি ম্যাকলুর এ তথ্য জানিয়েছেন। তবে, তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। সংবাদ এএফপির।

বিবৃতিতে ক্যারি ম্যাকলুর বলেছেন, ‘বিখ্যাত চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা রবার্ট টাউন পরিবারের সদস্যরা বলেছেন, তিনি শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’

বিখ্যাত চায়নাটাউন মুভির চিত্রনাট্য তার লেখা। একে এ যাবৎকালের সেরা চিত্রনাট্য হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ‘দ্য লাস্ট ডিটেইল’ ‘শ্যাম্পু’ ও প্রথম দুইটি ‘মিশন ইম্পসিবল’ মুভির চিত্রনাট্যের কৃতিত্বও তার।

টাউন ছিলেন ১৯৭০’-এর দশকের নিউ হলিউড আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। তার সবচেয়ে বিখ্যাত কাজের মধ্যে রয়েছে ‘বনি এন্ড ক্লাইড’ ও ‘দ্য গড ফাদার’।

রবার্ট টাউন ১৯৭০’-এর দশকের মাঝামাঝিতে তিন বার অস্কারের জন্যে মনোনীত হন। শেষ পর্যন্ত চায়নাটাউনের জন্যে তিনি সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতেন।

রবার্ট টাউন ১৯৩৪ সালের ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্ম নেন।