শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

মিনিস্ট্রি অব লাভ/প্রীতম-ফারিণ জুটির চলচ্চিত্র ‘কাছের মানুষ দূরে থুইয়া’

সোমবার, আগস্ট ২৮, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: ভালবাসার গল্প বলতে চলেছে দুই ভুবনের দুই তারকা। একজন অভিনয় জগতে, আরেক জন গানের জগতে জনপ্রিয় হয়ে উঠলেও এবার তারা জুটি গড়লেন একসাথে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ এর ১২টি চলচ্চিত্রের একটিতে দেখা যাবে অভিনয় জগতের ফারিণ, আর গানের জগতের তারকা প্রীতমকে।

চরকির পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে, ১২ জন জনপ্রিয় নির্মাতার সর্বমোট ১২টি চলচ্চিত্র তৈরি করা হবে। আর এ পুরো প্রজেক্টের দায়িত্ব পালন করবেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

এ প্রজেক্টেরই একটি চলচ্চিত্র ‘কাছের মানুষ দূরে থুইয়া’। শিহাব শাহীনের পরিচালনায় এ চলচ্চিত্রে তুলে ধরা হবে লং ডিসট্যান্স সম্পর্কে। ভালবাসার মানুষ দূরে থাকলে অনেক সময়ই তাদের সম্পর্কে বাসা বাঁধে সন্দেহ, অভিমান আর অনিশ্চয়তা। ভালবাসার দূরত্বে এমন টানাপোড়েনের গল্পই পর্দায় বলবে ফারিণ-প্রীতম জুটি।

চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, দূরত্ব ভালবাসার ওপর কীভাবে চাপ তৈরি করে, কীভাবে সম্পর্কের টানাপোড়েন তৈরি করে, তা এ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রের গল্পের প্রয়োজনে এর শুটিং হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কিছু সুন্দর লোকেশনে।

এ দিকে, নতুন রোমান্টিক চলচ্চিত্র প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘আশা করি, নতুন চলচ্চিত্রটি দর্শকদের হৃদয় ছুঁয়ে দিতে পারবে।’