শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫

শিরোনাম

মিনি গাউন ও বুট জুতায় নজর কাড়লেন অপু বিশ্বাস

বুধবার, জানুয়ারী ১, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা: ঢালিউডের কুইন অপু বিশ্বাস ইদানীং নতুন নতুন রূপে নিজেকে প্রকাশ করছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানের বিচারক হয়েও অবাক করে দিয়েছিলেন। বধূবেশে হাজির হওয়ার পর এবার অনবদ্য হয়ে সামনে এলেন অপু বিশ্বাস।

ছিমছাম লুকে দেখা মিলছে অপু বিশ্বাসের। বিয়ের মৌসুমে সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। তাতে মায়াবী গর্জিয়াস সাজে নজর কাড়লেন ভক্তদের।

এবার বছরের প্রথম দিনেই নতুন লুকে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন অপু। সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন অপু বিশ্বাস।

বুধবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘প্রতিটি নতুন শুরু অন্য কোন শুরুর শেষ থেকে আসে।’

ছবিতে দেখা যায়, অপুর পরনে ছিল কালো রঙের একটি মিনি গাউন। সঙ্গে লাল রঙের একটি ব্লেজার। পায়ে লং বুট জুতা। উচু পনিটেইলে হেয়ার স্টাইল আর মেকআপে একদম ভিন্ন অবতারে ক্যামেরায় ধরা দিয়েছেন অপু।

ছবিগুলো পোস্ট করা মাত্রই নানা মন্তব্যে অপুকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।