শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

মিশিগানে গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৫

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের মিশিগানে গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অন্তত ৫০ ধরনের পিঠা পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল ছোট বাচ্চাদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে গ্রাম-বাংলার এসব পিঠাপুলির সঙ্গে পরিচিতি করতেই এমন আয়োজন। উৎসবে বাপা, চিতই, সন্দেশ, পাটিসাপটাসহ গ্রামীণ ঐতিহ্যবাহী অন্তত ৫০ ধরনের পিঠা পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে ছোট বাচ্চাদের যেমন খুশি, তেমন সাজো প্রতিযোগিতা উৎসবে বাড়তি আনন্দের মাত্রা যোগ করে। রাখাল বালক, গ্রামের বালিকার বেশেসহ বাঙালি পোশাকের সাজে বাচ্চারা অংশ নেয়। পরে প্রতিযোগিতায় সেরা বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান শাহীন হাসান ও ব্যবসায়ী মোশারফ হোসেন।

গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি মোহাম্মদ আলী জামাল ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিসহ বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।