মিশিগান: যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের বিভিন্ন স্থানে রোববার (৬ এপ্রিল) বাসন্তী পূজা ও রাম নবমী উদযাপিত হয়েছে।
দুর্গা মন্দিরের পূজা: ডেট্রয়েট শহরের দুর্গা মন্দিরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বাসন্তী পূজা উদযাপন করা হয়েছে। গত রোববার পূজা উপলক্ষ্যে মন্দিরে মায়ের বোধন, পূজা, অঞ্জলি, যজ্ঞ, প্রসাদ বিতরণ, গীতাপাঠ, কীর্তন আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানাদি হয়েছে। আবহাওয়া ভাল থাকায় প্রচুর ভক্তমন্ডলীর উপস্থিতি পরিলক্ষিত হয়।
শিব মন্দিরের পূজা: ওয়ারেন সিটিতে অবস্থিত শিব মন্দির বাসন্তী পূজা উপলক্ষে রোববার পূজা উদযাপন করা হয়েছে। এতে ছিল রাম নবমী ও বাসন্তী পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ।
কালী মন্দিরের পূজা: ওয়ারেন সিটিতে অবস্থিত মিশিগান কালীবাড়ী রোববার বাসন্তী পূজা ও রাম নবমী পূজা পালন করেছে। এতে ছিল পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ। এছাড়াও ছিল মেলা, এতে ছিল বিভিন্ন ধরনের পোষাক, অলংকার, আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন ধরনের শাড়ী, পাঞ্জাবী ও শিশুদের জামা কাপড়।