বুধবার, ০১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

মিশিগানে সড়ক দুর্ঘটনায় সিলেটি পিতা-কন্যার মৃত্যু, ছেলে আহত

সোমবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৪

প্রিন্ট করুন

ওয়ারেন, মিশিগান, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে সড়ক দুর্ঘটনায় সিলেটের এক ব্যবসায়ী ও তার কন্যা নিহত হয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে মিশিগানের ওয়ারেন সিটির দশ মাইল রোডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন সিলেট পৌরবিপনী মার্কেটের ‘কাঁচ ঘর’ ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও আম্বরখানা বড়বাজার এলাকার আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু (৫৫) ও তার মেয়ে মমো জাহাঙ্গীর। এছাড়া, সাজুর ছেলে তামিম জাহাঙ্গীর এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

কাঁচ ঘরের ম্যানেজার অর্জুন ঢালি জানান, প্রায় তিন বছর পূর্বে সাজু পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র গিয়ে ওই দেশের নাগরিকত্ব পেয়েছেন। তারা মিশিগানে থাকতেন। একটি কাজে ছেলে-মেয়েকে নিয়ে গাড়ি করে বের হলে রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকাল মিশিগানের ওয়ারেন সিটির দশ মাইল রোডে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেয়ার পর তার মেয়ে মমো মারা যান। আহত ছেলে তামিম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে।