মিশিগান: নো ভিসা রিকোয়ার্ড, ই-পাসপোর্ট ও পাওয়ার অব অ্যাটর্নি- এই তিনটি গুরুত্বপূর্ণ সেবা দেওয়ার লক্ষ্যে আগামী ১২ ও ১৩ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মিশিগানে আসছে মোবাইল (ভ্রাম্যমাণ) কনস্যুলেট সার্ভিস। আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউএসএর পক্ষ থেকে রোববার (৬ এপ্রিল) সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই দিনব্যাপী এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়েছে।
ইসলামিক সেন্টার অব টেন মাইলের অধীনে আল ইহসান মসজিদের ব্যাংকুইট হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মিশিগান সংগঠনের প্রধান সমন্বয়ক দেওয়ান আকমল চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটির সভাপতি সেলিম আহমদ ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মিন্টু। উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম মসজিদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল, ইমাম মোহাম্মদ ফখরুল ইসলাম, জালালাবাদ সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক উপদেষ্টা আলহাজ সমজিদ আলম, মিশিগান বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ফখরুল ইসলাম লয়েস, খন্দকার ইউসুফ কামাল প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেবা গ্রহণকারীদের অগ্রিম কোনো টোকন দেওয়া হবে না, আগে এলে আগে পাবেন ভিত্তিতে সেবা দেওয়া হবে। তবে গুরুতর অসুস্থ, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের বিষয়টি বিবেচনা করা হবে। কনস্যুলেটের ওয়েবসাইট এবং সেবা প্রদানের তথ্য-সংবলিত ফ্লায়ার মোতাবেক নির্দিষ্ট সার্ভিসের সব ফরম, আনুষঙ্গিক কাগজপত্র এবং বাংলাদেশ দূতাবাসের নামে মানি অর্ডারসহ যাবতীয় প্রস্তুতি নিয়ে আসার জন্য সেবা গ্রহণকারীদের অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ওয়ারেন সিটি কমিশনার সৈয়দ শাহেদুল হক, আজিজ চৌধুরী, মোশাররফ চৌধুরী লিটু, জুয়েল হুদা, সাবেক কাউন্সিলম্যান প্রার্থী সাব্বির খান উপস্থিত ছিলেন।